সমগ্র এশিয়া মহাদেশ তো বটেই, এমনকী ইউরোপ ও আমেরিকার সভ্যতাও ভারতীয় সভ্যতার দ্বারা প্রভাবিত হয়েছে। আবার পৃথিবীর নানা প্রান্তের প্রাচীন সভ্যতা এসে মিশেছে ভারতীয় সভ্যতায়, যা আমাদের ব্রহ্মপুত্র-বরাক অঞ্চলে বসবাসকারী মানুষকেও প্রভাবিত করেছে। এই বইটিতে ব্রহ্মপুত্র-বরাক সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্ক যুক্ত এমন কিছু বিষয় উত্থাপন করা হয়েছে যা এর আগে কখনওই অসমিয়া বা বাংলা ভাষায় সেভাবে বিস্তারিত আলোচনা করা হয়নি। পনেরোটি অধ্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে ব্রহ্মপুত্র-বরাক সভ্যতার উৎস সন্ধান নিয়ে আলোচনা করেছেন আসামের প্রকৃতি সংরক্ষণ আন্দোলনের অন্যতম পুরোধা, ইতিহাস চিন্তক ও প্রাবন্ধিক সৌম্যদ্বীপ দত্ত। বাংলা ও প্রতিবেশী রাজ্য আসাম প্রাচীনকালে একই প্রদেশ কামরূপের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আসামেও বাংলাভাষী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য, ব্রহ্মপুত্র-বরাক সভ্যতার আদি বাসিন্দা হিসেবে এই অঞ্চলের সাংস্কৃতিক উৎস সম্পর্কে জানবার প্রয়োজনীয়তা বোধ করবেন তাঁরাও। মূল অসমিয়া ভাষায় লেখা বইটির বাংলা অনুবাদের সার্থকতা এইখানেই। বইটি অসমিয়া থেকে বাংলায় অনুবাদ করেছেন গুয়াহাটি নিবাসী অজিত পাল।
| ISBN: | 978-81-988086 |
| Publish Date: | 01-07-2025 |
| Page: | 248 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |