প্রাকৃতিক অরণ্যে ঘেরা রাজ্য আসাম, ব্রহ্মপুত্র-বরাক উপত্যকার এই অরণ্যময় ভূমিতে যুগ যুগ ধরে গড়ে ওঠা জীববৈচিত্র্যের বিপুল সম্ভার সারা বিশ্বের কাছে এক বিস্ময়। মানুষের সংখ্যাধিক্যের ফলে বিঘ্নিত হয়েছে সেই বাস্তুতন্ত্র, তাদের অতিলোভ থেকে সৃষ্ট বর্বরতা ক্রমাগত ধ্বংস করেছে সেই মহামূল্যবান অরণ্য সম্পদ। অকাতরে যেমন কাটা হয়েছে অসংখ্য মহীরুহ তেমনি অবলীলায় হত্যা করে পাচার করা হয়েছে অগনিত বন্যপ্রাণ। এই কাহিনি সেই অমূল্য বন ও বনজ সম্পদকে রক্ষার উদ্দেশ্যে সরকারি বন সংরক্ষণের আওতায় আনবার জন্য দীর্ঘকালের এক আপোষহীন অহিংস লড়াইয়ের দিনলিপি। সময়টা ছিল একবিংশ শতক তথা নতুন সহস্রাব্দের সূচনাকাল। আসাম সেসময় উগ্রবাদী কার্যকলাপ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত। তারই মধ্যে আসামের একমাত্র বর্ষারণ্য সংরক্ষিত করবার দাবিতে অবিরাম আন্দোলন চালিয়ে গিয়েছেন ‘নেচার্স বেকন’ নামক সংগঠনটি, যা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। একদিকে কাঠপাচার ও বন্যপ্রাণ চোরাকারবারিদের সঙ্গে বনবিভাগের একাংশের অসাধু আঁতাত, অন্যদিকে খনিজ তেল কোম্পানিগুলির চাপ, এই দুইয়ের মাঝে এই লড়াইতে জয়লাভ ছিল অতীব দুরূহ। কিন্তু আন্দোলনের পুরোধা সৌম্যদ্বীপ দত্ত তাঁর অনমনীয় মনোভাব নিয়ে শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন, কোনো চাপ বা প্রলোভন তাঁকে তাঁর লড়াইয়ের পথ থেকে সরাতে পারেনি। সেই আন্দোলনের পরিণাম হলো আজকের দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান। তাঁর লেখা এই বইতে পাঠক যেমন পাবেন বিভিন্ন ঋতুতে বর্ষারণ্যের গভীরে বন্যপ্রাণীদের জীবনযাপনের নিবিড় বর্ণনা, তেমনি এর পাশাপাশি লিপিবদ্ধ হয়েছে আন্দোলনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এই অভূতপূর্ব অরণ্যপ্রেম এবং অরণ্য বাঁচাবার জন্য লড়াইয়ের কাহিনি নতুন প্রজন্মের অরণ্যপ্রেমী পাঠকের জন্য এক অমূল্য নথি ও প্রেরণা হয়ে থাকবে নিঃসন্দেহে। বইটি অসমিয়া থেকে বাংলায় অনুবাদ করেছেন শিলচর নিবাসী নিবেদিতা চক্রবর্তী।
| ISBN: | 978-81-992961-8-3 |
| Publish Date: | 30-09.2025 |
| Page: | 272 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |